মন্তব্য
নীলফামারীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Universal Peace and Violance Amelioration Centre - (UPVAC) এর উদ্যোগে ১০০ টি তালের বীজ বোপণ করা হয়েছে।
বুধবার (০৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন সড়কের পাশে এ বীজ বোপণ করা হয়। তালবীজ রোপণকালে উপস্থিত ছিলেন UPVAC এর নীলফামারী জেলা সভাপতি মো. আব্দুল করিম, সহসভাপতি মো. নুরুজ্জামান লাবু, সহসাধারন সম্পাদক মো. সুরুজ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার হিমালা, স্বেচ্ছাসেবক মো. ইব্রাহীম ইসলাম, শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে