মন্তব্য
সাতক্ষীরার পাটকেলঘাটায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
বুধাবার (৬ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
পাটকেলঘাটা কালিবাড়ি থেকে শোভাযাত্রা বের হয়। বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়িতে শোভাযাত্রা শেষ হয়। সেখানে হয় ধর্মীয় আলোচনা। পরে প্রসাদ বিতরণ করা হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন - তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক গোবিন্দ সাধ প্রমুখ।
বিডি/কিশোর কুমার/সি/এমকে