মন্তব্য
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রার্থনা, পদাবলি কীর্তন, কৃষ্ণ পুজাসহ দিনব্যাপী নানা আয়োজনে মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) গুরুদাসপুর বাজারে জন্মাষ্টমীর অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। আর চাঁচকৈড় এলাকায় জন্মাষ্টমী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়।
পুজা উদযাপন পরিষদ গুরুদাসপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সকাল ৮ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁচকেড় হরিসভা চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে গুরুদাসপুর বাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে