মাত্র ১৮শ’ বিচারক দিয়ে ৪৩ লাখ মামলা বিচারকাজ সম্পন্ন করা চাট্রিখানি কথা নয়। মামলা নিষ্পত্তির হার ১২৫-এ উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলাজট কমানো সম্ভব।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সাতক্ষীরা সরকারি কলেজের ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ আমানুল্লাহ হাদী। বক্তব্য দেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা ও দায়রা জজ চাঁদ মো. আবদুল আলিম আল রাজী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রমুখ।
এর আগে প্রধান বিচারপতি সাতক্ষীরা আইনজীবি ভবনে 'ন্যায়কুঞ্জ' নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন।
বিডি/কিশোর কুমার/সি/এমকে