ভয় পেলে চলবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে: খাদ্যমন্ত্রী

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩

সনাতন ধর্মাবলম্বীদের একতাবদ্ধ থাকার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভয় পেলে চলবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন শিষ্টের লালন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

বুধবার ( সেপ্টেম্বর) নওগাঁ শহরের কালীতলায় বুড়া কালীমাতার পূজামন্ডপ প্রাঙ্গনে জন্মাষ্টমীর আলোচনা সভায় এসব কথা বলেন। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ বলে মন্তব্য করেন এ সময় খাদ্যমন্ত্রী।

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো. গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ।

পরে খাদ্যমন্ত্রী জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধন করেন। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর