ব্যবসায়ীর গুদামে ২০টন সরকারি চাল, দর্শক খাদ্য গুদাম কর্মকর্তা

পঞ্চগড় প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড় বাজারের চালহাটিতে নিজের গুদামে ২০ মেট্রিক টন চাল মজুত করেছেন আব্দুস সাত্তার নামে এক ব্যবসায়ী। খাদ্য বিভাগের লোগো লেখা সম্বলিত ৬৬৭ টি বস্তায় থাকা এ চাল সরকারের  টিআর ও কাবিখা কর্মসূচির।

এদিকে  গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে  সেই গুদামে অভিযান চালায় পুলিশ। পরে সেখানে যান পঞ্চগড় সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আরেফিন।  কিন্তু এ বিষয়ে কোনা ব্যবস্থা না নেওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। খাদ্য বিভাগের বস্তায় রাখা চাল টিআর ও কাবিখা কর্মসূচির, এ তথ্য জানা গেছে  পুলিশ ব্যবসায়ী সূত্রে।

পুলিশ ব্যবসায়ী সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুরের গৌতম ট্রেডার্স থেকে চাল কিনেছেন আব্দুস সাত্তার। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।।

চাল ব্যবসায়ী আব্দুস সাত্তার বলেন, এভাবে আমি দীর্ঘদিন ধরেই ব্যবসা করছি। আমার সব কাগজপত্র ঠিক আছে। তাই খাদ্য বিভাগ পুলিশের কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে আমাকে বিক্রির অনুমতি দিয়ে চলে যান।

নাটোর গুরুদাসপুরের গৌতম ট্রেডার্সের স্বত্তাধিকারী গৌতম কুমার শীল বলেন, আমাদের ৫০ মেট্রিক টন চাল কাবিখা প্রকল্পের ডিও নেওয়া আছে রাজশাহী ভবানীগঞ্জে। মঙ্গলবার সাত্তার ট্রেডার্স ২০ টন চাল সেখানে ক্রয় করেছে।

পঞ্চগড় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আরেফিন বলেন,কাগজ দেখে টিআর, জিআরও কাবিখা প্রকল্পের চাল ঠিক আছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা বলেন, আমরা কাগজপত্র যাচাই করে দেখেছি কাগজ ঠিক আছে।

 

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর