সাতক্ষীরায় ৬কোটি টাকার সোনাসহ ২জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩

ভারতে পাচারকালে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ৩১টি সোনার বার এবং  দুটি মোটরসাইকেলসহ  তুহিন আলী (২০) সজিব হোসেন (২২) নামে দুইজনকে  আটক করেছে বিজিবি।

বুধবার ( সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বৈকারি সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ৩১টি সোনার বারের ওজন কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। বর্তমান বাজার দর ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।

তুহিন আলী একই এলাকার বাবর আলীর ছেলে সজিব হোসেন জাহাঙ্গীর হোসেনের ছেলে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সোনার একটি বড় চালান সীমান্ত দিয়ে ভারতে পাচার হতে হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা বৈকারী এলাকায় অভিযান চালায়। আটকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে একটি মামলা হয়েছে।

 

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর