পাবনার চাটমোহরে বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব- জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। স্থানীয় সনাতন ধর্মালম্বীরা পূজা অর্চনার পাশাপাশি জন্মাষ্টমীর শোভাযাত্রা ও কীর্তনে অংশ নেন এ দিন।
জন্মাষ্টমী যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপনে চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ বর্নাঢ্য শোভাযাত্রা বের করে, আয়োজন করে আলোচনা সভা।
শহরের
দোলবেদীতলায় রাধাবল্লভ মন্দির
প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব
করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী। বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকিবিল্লাহ, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার প্রমূখ। এদিকে সন্ধ্যায় মন্দিরে কীর্তন শেষে প্রসাদ
বিতরণ করা হয়।
প্রসঙ্গত, শ্রী কৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ , মহাভারত, ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্মর তারিখ খ্রীষ্টপূর্ব ৩২২৮ সালের ১৮ জুলাই। হিন্দু ধর্মাম্বলীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করেন।
বিডি/সি/এমকে