কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে পড়ে প্রাণ হারিয়েছে আব্দুল্লাহ হোসাইন (১২) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ধামশ্রেণী ইউনিয়নের ঠাকুরবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ স্থানীয় ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। তার বাবার নাম রাজু আহমেদ। স্ত্রী সন্তান নিয়ে ঠাকুরবাড়ি বাজার এলাকায় তার শ্বশুর বাড়িতে বসবাস করেন তিনি, পার্শ্ববর্তী চিলমারী উপজেলায় তার বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার এক সহপাঠীর সঙ্গে ঠাকুরবাড়ি বাজারের তেঁতুল গাছে ওঠে। এ সময় পা পিছলে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি ইউডি মামলা হবে।
বিডি/রোকন মিয়া/সি/এমকে