নতুন কর্মসূচি নিয়ে সামনে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্র ও রোববার
(৮ ও ১০ সেপ্টেম্বর) দুই দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার
সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি
এম মা’ছুম এ কর্মসূচি ঘোষণা করেন।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে
গত ১৬ আগস্ট সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৮ আগস্ট শুক্রবার দেশব্যাপী
দোয়া অনুষ্ঠান এবং ২৩ আগস্ট বুধবার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা
হয়েছিল। কিন্তু সরকার সংবিধানস্বীকৃত শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচিতেও বাধা দিয়েছে।
তারা সারাদেশে নেতা-কর্মীদের বাড়িঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে এবং কর্মস্থলে গ্রেপ্তার অভিযান
পরিচালনা করে জিনিসপত্র ভাঙচুরসহ ব্যাপক ক্ষতিসাধন করেছে।
দলটির ডাকা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত
সেক্রেটারি।