সুপার ফোরের প্রথম ম্যাচ ভালো হয়নি বাংলাদেশের। ৭ উইকেটের বিশাল ব্যবধানে
পাকিস্তানের কাছে হেরেছে। এরই মধ্যে বাংলাদেশে শিবিরে এলো আরো একটি দুঃসংবাদ। ইনজুরির
কারণে এশিয়া কাপের মিশন অসম্পূর্ণ রেখে দেশে ফিরতে হলো ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তকে।
বুধবার রাত ১২ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেট
দিয়ে বিমানবন্দরে পা রাখের তিনি।
বিসিবি সূত্র থেকে জানা গেছে, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে
হবে এ ব্যাটারকে। যার কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখা
যাবে না তাকে।
এশিয়া কাপের প্রথম ম্যাচে ধুকতে থাকা টাইগার ব্যাটিং লাইনআপের হাল ধরেন
শান্ত। পরের ম্যাচেও খেলেন ম্যাচ উইনিং ইনিংস৷ তবে আফগানিস্তানের বিপক্ষে ইনজুরি নিয়ে
খেলতে হয়েছে তাকে৷ এরপরই তার পরিবর্তে দলের সাথে যোগ দেন লিটন কুমার দাস।
আপাতত বিসিবির পূর্ণবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে শান্তকে। এখন দেখার
বিষয় কতদিনে নিজেকে ফিট করে দলে ফেরেন শান্ত।
আরআই