সারাবিশ্ব এখন সরব শাহরুখ খানের ‘জওয়ান ’ সিনেমা নিয়ে। আজ ভারতের স্থানীয় সময় ভোর ৫টা থেকে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটি ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তির কথা ছিল।
কিন্তু একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও সেন্সর না পাওয়ায় বাংলাদেশে আজ ৭ সেপ্টেম্বর ‘জাওয়ান’ মুক্তি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কারণ সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি কবে সেন্সর হবে তা জানেন না বলে জানিয়েছেন। তবে আমদানিকারক প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা। তারা বলছে, আজ বৃহস্পতিবারই (৭ সেপ্টেম্বর) সিনেমাটি সেন্সর পাবে।
বৃহস্পতিবার সিনেমাটি সেন্সর পেলে শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশের ৪৮টি হলে চলবে ‘জওয়ান’।
সিনেমাটির পরিবেশক অনন্য মামুন জানিয়েছেন, ‘জাওয়ান’ সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। যদি বৃহস্পতিবার সেন্সর পায় তাহলে আজ থেকেই বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ‘জাওয়ান’। আর ছবি সার্ভারে চলবে তাই আলাদা করে ছবি পাঠানোর দরকার পড়বে না। হল মালিকরা ছবিটি চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ বাংলাদেশে ‘জওয়ান’ সিনেমাটি আমদানি করেছে। তথ্য মন্ত্রণালয় অনেক আগেই সিনেমাটি বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছে।
দক্ষিণভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলির এই সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। আছেন তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে!
উল্লেখ্য, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায় ‘জাওয়ান’ বাংলাদেশে আনা হচ্ছে। এর বিপরীতে আমাদের দেশ থেকে রফতানি করা হয়েছে ‘নবাব এলএলবি’।