সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরায় মশা নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী অভিযান শুরু হয়েছে। পরিচ্ছন্নতার বিশেষ এ অভিযান যৌথভাবে শুরু করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা পৌরসভা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)  সকালে জেলা প্রশাসকের চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন-  পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা  নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা  লিয়াকত আলী,  ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,  কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সংরক্ষিত নারী কাউন্সিল নুর জাহান বেগম নূরী, রাবেয়া খাতুন প্রমুখ।

অভিযানকালে শহরের ব্যক্তি মালিকানাধীন কোনো বাড়ি, ভবন প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মশার বংশ বিস্তার রোধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

কিশোর কুমার,সাতক্ষীরা


মন্তব্য
জেলার খবর