সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও ছেলের মৃত্যু, স্ত্রী আহত

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরায় মোটরসাইকেল বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও ছেলে নিহত হয়েছেন, গুরত্বর আহত হয়েছে স্ত্রী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার আশাশুনি সড়কের কোডন্ডা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া এলাকার তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) তার শিশু সন্তান পবিত্র সরকার তূর্য  ()। বাপ্পির  স্ত্রীর নাম শ্যামলী সরকার। তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তান নিয়ে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন সুব্রুত সরকার। পথে কোডন্ডা নামক এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়। স্থানীয়রা তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বাসসহ চালককে আটক করা হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর