জেলে যেতে হতে পারে বলে আশঙ্কা ফখরুলের

International
০৭ সেপ্টেম্বর ২০২৩

জেলে যেতে হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা সরকারকে বলছে, তুমি চলে যাও, ছেড়ে দাও ক্ষমতা। সরকার তাদের সাজা প্রদানের ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিদিন বিএনপির হাজার হাজার নেতাকর্মী কোর্টের বারান্দায় ঘুরছে। এটি কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।

 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুপুরে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

বিএনপির মহাসচিব আরও বলেন, আইন মন্ত্রণালয় একটি সেল তৈরি করেছে, সেখানে অতিদ্রুত রায় দিয়ে সাজা প্রদান করা যায়। যারা দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করছে, তাদের সবাইকে এক কাতারে শামিল হয়ে আদালতে যেতে হচ্ছে।

 

দেশ একটি যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ জাতি টিকবে কি টিকবে না এটাই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ড. ইউনূসকে জেলে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

 

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন ছাড়া কোনো পরিবর্তনের উপায় নেই। এটা বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনটা যদি দলীয় সরকারের অধীনে হয়, পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর