বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতাকে জলবায়ুর প্রভাব বলছে ডব্লিউএইচও

রবি
০৭ সেপ্টেম্বর ২০২৩

সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর প্রভাব মোকাবেলা করছে বাংলাদেশ। বর্ষা এলেই এর প্রকোপ শুরু হয়। এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। এপ্রিল থেকে এ পর্যন্ত ৬০০ জনের বেশি মানুষ মারা গেছেন। আর এক লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

 

ডেঙ্গুর এ ঢেউয়ের জন্য জলবায়ু সংকট ও এল নিনোর আবহাওয়ার ধরনকে দায়ী করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। বুধবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘এপ্রিলে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৬৫০ জন মারা গেছেন। তার মধ্যে আগস্টেই মারা গেছেন ৩০০ জন।’

 

সিএনএনের এক খবরে এ কথা জানানো হয়েছে।

 

সিএনএন জানিয়েছে, দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ডেঙ্গু রোগীদের স্রোতে চাপা পড়ে যাচ্ছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, হাসপাতালগুলোতে রোগীদের সেবা নেওয়ার জন্য শয্যা ও স্বাস্থ্যকর্মীদের ঘাটতির মুখোমুখি হচ্ছে। ডব্লিউএইচও’র তথ্য অনুসারে, শুধু ১২ আগস্টেই প্রায় ১০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল।

 

বাংলাদেশের সবগুলো জেলাতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


মন্তব্য
জেলার খবর