নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনর তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি এ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় আসনটি শূণ্য হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়। এদিকে তফসিল ঘোষনার পর সম্ভাব্য প্রার্থীরা উচ্ছ্বাসিত, তারা দলীয় মনোনয়ন পেতে দলের কেন্দ্রে দৌড়-ঝাঁপ শুরু করেছেন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। পরদিন ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর।
এর আগে ৩ সেপ্টেম্বর সংসদ বিষয়ক সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। আর নির্বাচন সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় ইসিকে। সংবিধানিক বাধ্যবাধকতায় শূণ্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসেবে ২৭ নভেম্বরের মধ্যে এ আসনে নির্বাচন সম্পন্ন করতে হবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় জানান, বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন। উপনির্বাচন সংক্রান্ত দাপ্তরিক কোনো নির্দেশনা এখনো পাননি। নির্দেশনা পেলে এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে