মুন্সীগঞ্জে বাজার ও ইটভাটা দখলে টেটা নিয়ে সংঘর্ষ, আহত-২২

মুন্সীগঞ্জ সংবাদদাতা
০৭ সেপ্টেম্বর ২০২৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্থানীয় এক বাজার ইটভাটা দখল নিয়ে বিবাদমান দু্ই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছ। ৬ ঘণ্টা ধরে দফায় দফায় ধরে চলা এ সংঘর্ষে দেশীয় অস্ত্র টেটা ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষ মিলে অন্তত ২২ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে নারীও আছে।

এদিকে সরকারি কাজে বাঁধা দেওয়ায় পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)  ভোর সাড়ে ৫ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে- মোল্লাকান্দি বালুরচর গ্রামের বাসিন্দা হুমায়ুন মুন্সী, মামুন মুন্সী  ও আলী আহমেদ।

আহতরা হচ্ছেন- নাসির মেম্বার আলেক চাঁন মুন্সী গ্রুপের রাকিব মুন্সী (৪৫), রিপা (৩৫), অনিক (১৮), শাহ আলী(২৮), জাকারিয়া (১৮), নূর বাউল গ্রুপের আয়নাল (৩২), জামিলা (৪৭), সাব্বির(৩২), মিঠুন বাউল, শহিদ বাউল (৪৮)। এদের মধ্যে রাকিব মুন্সী, জাকারিয়া শাহ আলীর অবস্থা গুরুত্বর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় বালুচর বাজার ও একটা ইটভাটা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন  ধরে নুর বাউল গ্রুপ নাসির মেম্বার-আলেক চাঁন মুন্সী গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

এর জেরে ধরে এদিন উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ফয়েজ মুন্সী জমির আলী মুন্সীর বাড়িঘর ভাংচুর করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সিরাজদিখান থানা পুলিশ।

এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উভয় গ্রুপের উত্তেজনা বিরাজ করছে। পূনরায় অপ্রীতিকার ঘটনা এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর