আবারও নেমেছেন বলিউডের কিং খান শাহরুখ। আজ মুক্তি পেয়েছে তার সিনেমা ‘জওয়ান’।
সিনেমাটি দিয়ে আবারও নিজের রেকর্ডই ভাঙলেন তার সিনেমা। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই
সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে বলিউড বাদশাহর এই নতুন এই সিনেমা।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার ছবিটি মুক্তির পর ভোর থেকে সন্ধ্যা
পর্যন্ত ভারতে বক্স অফিসে ৬৩ কোটি রুপি কালেকশন করেছে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে
সর্বোচ্চ আয়ের রেকর্ড।
এর আগে শাহরুখ খানের ‘পাঠান’সিনেমা মুক্তির প্রথম দিনে ৫৫ কোটি রুপি আয়
করেছিল। আর দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর আয় করেছিল ৫৩ কোটি ৯৫ লাখ।
ধারণা করা হচ্ছে, এই আয় আরও ছাড়িয়ে যাবে। কারণ এটি শুধু সন্ধ্যা পর্যন্ত
হিসেব। জাওয়ানের শো চলবে মাঝ রাত অবধি।
ভারত বাদেও বিশ্বব্যাপী প্রথমদিনে আরও ৫০ কোটি আয় করতে পারে ‘জওয়ান’। সে
হিসেবে বলিউড বাদশাহর নতুন সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন দাঁড়াতে পারে প্রায়
১৩০ কোটি বা তারও কিছু বেশি। যা ভেঙে ফেলবে হিন্দি সিনেমা মুক্তির প্রথম দিনের সব রেকর্ড।
ভারতে সাথে সাথে একি দিনে সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশেও। তবে সেন্সর
জটিলতায় কিছুটা বিলম্ব করে সিনেমাটি বাংলাদেশের দর্শকরা দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যা থেকে।
হিন্দি, তামিল ও তেলেগু এই তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে অ্যাটলি পরিচালিত
‘জওয়ান’। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে।
বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।