অনেকেই ভাবেন ইনডোর প্ল্যান্টের প্রতিদিন যত্ন নিতে হয়। যত্ন ছাড়া এসব গাছ
একদমই বাঁচে না। কিন্তু কিছু গাছ আছে যেগুলো কোনো যত্ন ছাড়াই আপনার ঘরের শোভা বর্ধন
করে যাবে মাসের পর মাস। এমনকি এরা কোনো যত্ন ছাড়াই নিজের মতো করে বেড়েও উঠতে পারে।
চলুন চিনে নেই এমন তিনটি গাছ-
১। অ্যাডেনিয়াম: যদি আপনার গাছে পানি দেওয়ার সময় একেবারেই বা থাকে তাহলে
নিশ্চিন্তে একটা অ্যাডেনিয়াম গাছটি লাগাতে পারেন। জনপ্রিয় এ গাছটি মরু গোলাপ নামেও
পরিচিত। শুধু সূর্যের আলো বাড়ির যে স্থানে একটু বেশি পড়ে সে স্থানে এই গাছটি লাগিয়ে
দিন। প্রতিদিন পানি দেওয়া বা সার দেওয়ার ঝঞ্জাট ছাড়াই এই গাছে ফুটবে হলুদ, বেগুনি,
সাদা, লাল রঙের ফুল।
২। ব্রোকেন হার্ট: এ গাছটির নাম ব্রোকেন হার্ট হলেও এটির সৌন্দর্য আপনার
হৃদয়কে বেশ প্রশান্তি দেবে। আপনি যদি দিনের পর দিন এটিকে যত্ন ছাড়াও ফেলে রাখেন তবুও
কখনো এটি ভেঙে পরবে না। আলো আঁধারি স্থানে রেখে মাঝে মাঝে একটু পানি দিলেই দিব্যি বেড়ে
উঠবে এই লতানো গাছটি।
৩। অ্যান্থুরিয়াম: এ গাছ আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে দ্বিগুণ। আলো
আঁধারি স্থানে খুব অল্প পানিতেও এই গাছ বেচে থাকে। তবে কড়া রোদ একদমই সহ্য করতে পারে
না। তাই রোদ সরাসরি পড়ে এমন স্থানে কখনও এ গাছ লাগাবেন না। সাধারণত প্রতিদিন একবার
পানি স্প্রে করতে হবে। শুধু গরমের সময় এই গাছে সকাল সন্ধ্যা একটু পানি দিতে হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া