চুলের জন্য মেহেদী একটি ভালো উপাদান এটি সবাই জানে। সাধারণত আমরা চুল রঙিন
ও স্বাস্থ্যজ্জ্বল করতে মেহেদী পাতার ব্যবহার করে থাকি। তবে একটি বিশেষ উপায়ে আপনি
মেহেদী পাতা ব্যবহার করেও সাদা চুলকে করতে পারবেন ঝলমলে কালো।
কম বয়সে চুল পাকলে হতাশ না হয়ে কিংবা চুলের পাকা রং ঢাকতে বাজারে আর্টিফেশিয়াল
কালার না করে মনোযোগী হন চুলের যত্নে। সেই সঙ্গে খাবারে আনুন পরিবর্তন।
তবে শুধু মেহেদি ব্যবহার করলেই
কিন্তু সাদা চুল কালো হয়ে উঠবে না।
মেহেদী পাতার সঙ্গে চায়ের লিকার ও আমলকী মিশিয়ে সপ্তাহে অন্তত দুই দিন এই
প্যাক চুলে ব্যবহার করুন।
পাশাপাশি ডায়েটে প্রতিদিন খেতে হবে কালোজিরার ভর্তা। কালোজিরায় উপস্থিত
অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিফাঙালের মতো উপকারী উপাদান, যা চুলের যত্নে অত্যন্ত
কার্যকর।
তাহলেই দেখবেন, বাজারের ক্ষতিকর ও দামি সব হেয়ার কালার ছাড়াই আপনার চুল
সাদা চুল কালো হয়ে উঠেছে এক মাসেই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া