দেশের বিভিন্ন নদী দখল-দূষণের শিকার। বর্তমানে নদীর অবৈধ দখলদার রয়েছে ৫০ হাজারের বেশি। এদিকে দখল ও দুষণের কারণে চরম ক্ষতির মুখে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্যসহ জলজ জীববৈচিত্র্য। তাই সব নদী অবৈধ দখল ও দূষণ থেকে রক্ষা করতে এবং নদীর মৃতপ্রায় গতিধারা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।
অবৈধ দখলদারসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদকে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার আগে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, জাতীয় নদী রক্ষা কমিশন ও ৬৪টি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে দেশের সব নদ-নদীর অবৈধ দখলদারের সমন্বিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। জেলাভিত্তিক দখলদারের এ তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, তালিকা ধরে উচ্ছেদ অভিযান চালাতে কয়েক দফায় জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীসহ বিভিন্ন নদী থেকে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট অবৈধ দখলদার উচ্ছেদের কাজও চলমান আছে। এ পর্যন্ত ১৫ হাজারের বেশি অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।
প্রতিমন্ত্রী সংসদকে আরও জানান, নদ-নদী সংরক্ষণে দেশের সব নদ-নদীর সমন্বিত তালিকা করা হয়েছে। এর মধ্যে মৃতপ্রায় নদীর গতিধারা ফিরিয়ে আনতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ। গত ১৪ বছরে এক হাজার ৯৫৮ দশমিক ৩৮ লাখ ঘনমিটার উন্নয়ন ড্রেজিং ও এক হাজার ৪৩৫ দশমিক ২১ লাখ ঘনমিটার সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে নাব্য বাড়ানো হয়েছে প্রায় তিন হাজার ৭২০ কিলোমিটার নৌ পথে। মৃতপ্রায় নদীর নাব্য পুনরুদ্ধারে ছয়টি প্রকল্পের কাজ চলছে। নদীর পাশাপাশি প্রাকৃতিক জলাধারগুলো উদ্ধারেও সরকার কাজ করছে বলে সংসদকে জানান নৌ প্রতিমন্ত্রী।
বিডি/এন/এমকে