বৃষ্টিতে ভিজতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিললো শিশুর লাশ

নীলফামারী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩

নীলফামারীর সদরে পুকুরে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা বিপ্লব দাস নামের এক শিশুকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার আগে বৃষ্টিতে ভিজতে গিয়ে নিখোঁজ হয় সে।

শুক্রবার ( সেপ্টেম্বর)  দুপুরে সদর উপজেলার গোড়গ্রাম জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিপ্লব (০৭) ওই এলাকার দিলিপ দাসের ছেলে।

পরিবারের লোকজন জানায়, বৃষ্টিতে ভিজে গোসল করতে বের হয় বিপ্লব। অনেকক্ষন তাকে দেখতে না পাওয়ায় আশেপাশের চারদিকে খুজতে বের হয় তার মা-বাবা। পরে স্থানীয় একজন তাদের তথ্য দেয়, বিপ্লবকে পুকুর পাড়ের দিকে যেতে দেখেছেন। পরে পুকুরের পানিতে নেমে খুজলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর