মামলা সুষ্ঠ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে এসিড নিক্ষেপের ঘটনায় হওয়া মামলা সুষ্ঠু তদন্ত   প্রকৃত অপরাধীদের শাস্তির দাবীতে বিক্ষাভ মিছিল মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১০ সেপ্টেম্বর রাতে স্থানীয় হতদরিদ্র স্বরস্বতী রাণীর ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা করেন।

এ মামলা  তদন্ত কর্মকর্তা উলিপুর থানার এসআই আনিছুর রহমান মাসের মধ্যে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে।  এ প্রতিবেদনের বিষয়ে বাদী আপত্তি জানালে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিক নির্দেশ দেন। এমন পরিস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও  মানবন্ধন করলেন এলাকাবাসী।

 

বিডি/ রোকন মিয়া/সি/এমকে


মন্তব্য
জেলার খবর