কুড়িগ্রামের উলিপুরে এসিড নিক্ষেপের ঘটনায় হওয়া মামলা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির দাবীতে বিক্ষাভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১০ সেপ্টেম্বর রাতে স্থানীয় হতদরিদ্র স্বরস্বতী রাণীর ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা করেন।
এ মামলা তদন্ত কর্মকর্তা উলিপুর থানার এসআই আনিছুর রহমান ১ মাসের মধ্যে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। এ প্রতিবেদনের বিষয়ে বাদী আপত্তি জানালে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিক নির্দেশ দেন। এমন পরিস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করলেন এলাকাবাসী।
বিডি/ রোকন মিয়া/সি/এমকে