শনিবারের পরের দুদিন বৃষ্টি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৩

null

শনিবার (৯ সেপ্টেম্বর) কিছুটা কমলেও এর পরের দুই দিন বাড়তে পারে বৃষ্টিপাত। তাছাড়া  আগামী সপ্তাহে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বিভাগগুলোর মধ্যে রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ খুলনার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সম্ভবনা আছে বজ্রসহ বৃষ্টিপাতেরও। তাছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভবনা আছে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর