বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। বিশ্বে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে এ সম্মেলন শুক্রবার (৮ সেপ্টেম্বর) হোটেল শেরাটনে শুরু হয়েছে।
ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে এ সম্মেলন। যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, দ্য আর্থ সোসাইটি, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ও ক্লাইমেট পার্লামেন্ট।
সম্মেলনে ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, করপোরেট সেক্টর, উন্নয়ন সহযোগী দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা যোগ দিয়েছেন।
সম্মেলনে ৪টি থিমেটিক সেগমেন্ট ও ১৯টি সেশন হবে। এতে আলোচক (প্যানেলিস্ট) হিসেবে থাকছেন ১২০ জন বিশিষ্ট ব্যক্তি।
বিডি/এন/এমকে