মন্তব্য
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল থেকে দলটির ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ভোটের অধিকার ফেরত পাওয়া ও দলের নায়েবে আমীর সদ্য প্রয়াত দেলোয়ার হুসাইন সাঈদীর গায়েবানা নামাজে গুলিবর্ষণের প্রতিবাদে শুক্রবার সকালে এ মিছিল বের করে জামায়াত।
মিছিলের অনুমতি না থাকায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় জামায়াত নেতাদের। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
জামায়াতের প্রচার শাখা থেকে বলা হয়েছে, তাদের বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছে। তাদের চিকিৎসা না দিয়ে আটক করে নিয়ে গেছে পুলিশ।
বিডি/আর/এমকে