দিল্লিতে হাসিনা-মোদির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৩

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক এ বৈঠকে তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোদির আবাস্থলে এ বৈঠক হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মোদির সঙ্গে এটাই শেষ দ্বিপক্ষীয় বৈঠক শেখ হাসিনার।

এদিকে বৈঠক শেষে নরেন্দ্র মোদি এক্স- প্ল্যাটফর্মে বলেছেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।

গত বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক বলেও এক্স- প্ল্যাটফর্মে  উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

নয়াদিল্লীতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন জানিয়েছিলেন- কানেকটিভিটি, তিস্তার পানিবণ্টন, জ্বালানি নিরাপত্তা খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো গুরুত্ব পাবে এ দুই প্রধানমন্ত্রীর বৈঠকে।

এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ভারত। আমন্ত্রিত বাকি দেশগুলো হচ্ছেমিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন সংযুক্ত আরব আমিরাত।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর