ইউরোপ ছেড়ে কাতারে পাড়ি কৌতিনহোর

ক্রীড়া প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৩

 

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের নেইমারের চেয়ে কোনো অংশেই কম তো ছিলেন-ই না, বরং কিছু ক্ষেত্রে নেইমারকেও ছাড়িয়ে গিয়েছিলেন ফিলিপে কৌতিনহো। এ বিশ্বকাপে ছিলেন ব্রাজিলের মেইন ম্যান। সেই কৌতিনহো এবার ইউরোপ ছেড়ে কাতারে পাড়ি জমিয়েছেন।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা থেকে কাতারি ক্লাব আল দুহাইলে ধারে খেলতে গেছেন এ ফুটবলার। সূত্র দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর।

কৌতিনহো আলোচনায় আসেন  লিভারপুলে থাকাকালে ডি-বক্সের বাইরে থেকে গোল করায়। সে সময় তিনি হয়ে উঠেন অন্যদের আইকন। কিন্তু এরপর অপাংক্তেয় হয়ে পড়ে বার্সেলোনায় যেয়ে। এ কারণে সেখান থেকে যোগ দেন ক্লাব অ্যাস্টন ভিলায়।

এর আগে কৌতিনহো ভাস্কো ডা গামা, ইন্টার মিলান, এস্পানিয়ল লিভারপুলে খেলেছেন। ভাস্কো ডা গামায় এক বছরে ৪৩ ম্যাচ খেলে গোল পান ৫টি। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ডা গামায় খেলার সময় গোল কম পেলেও ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েন এ ফুটবলার। এর ২০১০-১১ মৌসুমের আগে পাড়ি জমান ইন্টার মিলানে। সেখানে তিন মৌসুমে ৪৭৬ ম্যাচ খেলেন। এর মাঝে খেলেন স্পেনের ক্লাব এস্পানিয়লে। লিভারপুলের সঙ্গে ২০১১-১২ মৌসুমে চুক্তি হয় তার।

 

বিডি/এসডি/এমকে


মন্তব্য
জেলার খবর