null
শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘শান্তি ও উন্নয়নের সমাবেশ’করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিকালে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে ও মোহাম্মদপুর টাউন হলে এ সমাবেশ হবে।
আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে এবং দক্ষিণের আয়োজনে টাউন হলে এ সমাবেশ হবে ।
আন্দোলনের নামে দেশে বিএনপির অরাজকতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচি আগেই ঘোষণা করা হয়।
এদিকে এ দিন বিকাল ৩টায় রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলো গণমিছিল করবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে তারা।
ওদিকে টাউন হলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিডি/আর/এমকে