ঢাকায় সমাবেশ করবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৩

null

শনিবার ( সেপ্টেম্বর) রাজধানী ঢাকায়শান্তি উন্নয়নের সমাবেশকরবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিকালে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে ও মোহাম্মদপুর টাউন হলে এ সমাবেশ হবে।

আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে এবং দক্ষিণের আয়োজনে টাউন হলে এ সমাবেশ হবে ।

আন্দোলনের নামে দেশে বিএনপির অরাজকতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচি আগেই ঘোষণা করা হয়।

এদিকে এ দিন বিকাল ৩টায় রাজধানীতে বিএনপি সমমনা দলগুলো গণমিছিল করবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে তারা।

ওদিকে টাউন হলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ।

 

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর