সাফের ফাইনাল খেলবে যুবারা

ক্রীড়া প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৩

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লাল-সবুজের দল। আগামী রোববার (১০ সেপ্টেম্বর) শিরোপার লড়াইয়ের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

শুক্রবার ( সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। এ ম্যাচে পাকিস্তানকে - গোলে পরাজিত করেন যুবারা।

ম্যাচের শুরু মিনিটে লিড নেয় পাকিস্তানিরা, বাংলাদেশের গোলবারে বল ঢুকিয়ে দেয় তারা। সমতা আনতে যুবাদের ঘাম ঝরাতে হয়েছে ৭ মিনিটের মতো। ১৩ মিনিটে ডান প্রান্ত থেকে ক্রসে পাওয়া বলে জটলার মাঝে হেড দিয়ে গোল করেন মোর্শেদ আলী ২৯ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন আবু সাইদ। প্রর্থমার্ধের গোলেই অনেকটা জয় নিশ্চিত হয়।

 ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য অবশ্য দু’দলই প্রাণপন চেষ্টা করে। কিন্তু কেউই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ে সহজ একটা সুযোগ পেলেও সেটা হাতছাড়া হয় পাকিস্তানের। বাংলাদেশের গোলরক্ষক পরাস্ত হলে ফাঁকা পোস্টে সুযোগ কাজে লাগাতে পারেননি পাকিস্তানি ফরোয়ার্ড। ভালোভাবে  বল রিসিভ করতে না পারায় শট নেওয়া হয়নি তার। পরের মিনিটে বাংলাদেশও সুযোগ পায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি যুবারা। তাই - গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

বিডি/এসপি/এমকে


মন্তব্য
জেলার খবর