পঞ্চগড়ে আব্দুল মালেক(৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ তার বাড়ির পাশে একটি গাছ থেকে উদ্ধার করা করেছে পুলিশ।
শনিবার(৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়ে শুক্রবার রাতে নিজের স্ত্রীর সঙ্গে কলহ হয়েছিল আব্দুল মালেকের। আব্দুল মালেক সরকারপাড়া এলাকার মৃত দজিরউদ্দিনের ছেলে।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ স্থানীদের বরাত দিয়ে বলেন, বিয়ে করা নিয়ে দাম্পত্য কলহের জেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। তার মানসিক সমস্যাও ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মালেক দ্বিতীয় বিয়ের জন্য কয়েকদিন ধরে স্ত্রীর কাছে অনুমতি চাচ্ছিল। কিন্তু স্ত্রী রাজি না হওয়ায় এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। গত রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে বাড়ি থেকে বের হয়ে যায় তারা। সকালে বাড়ির পাশে একটি গাছে মালেককে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক রাশিদুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি/ সম্রাট হোসাইন/সি/এমক