দেশে গত জানুয়ারি থেকে আগস্ট- এ ৮ মাসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা পড়ুয়া ৩৬১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রতি মাসে গড়ে প্রায় ৪৫ দশমিক ১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যার এ তালিকায় স্কুল পড়ুয়া মেয়েদের সংখ্যা বেশি।
শনিবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বেসরকারি সংস্থা ‘আঁচল ফাউন্ডেশন’এ কথা বলছে। সংস্থাটির হিসাবে গতবছরে এ সময়ে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল।
দেশের জাতীয়, স্থানীয় পত্রিকা এবং অনলাইন পোর্টাল মিলে ১০৫টা গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য সংগ্রহ করেছ সংস্থাটি।
সংস্থাটি জানায়, এ ৮ মাসে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর মধ্যে ১৬৯ জন স্কুলের, ৯৬ জন কলেজের, ৬৬ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও আছে। এমনকি মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন ৩০ জন। এর মধ্যে ছেলে ১৪৭ জন, আর মেয়ে ২১৪ জন।
সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, মোট আত্মহত্যার ৩১ দশমিক ৩০ শতাংশ। কম আত্মহত্যা করেছে সিলেটে, ২ দশমিক ৫ শতাংশ।
মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ২৬ দশমিক ৬০ শতাংশ অভিমানে, প্রেমঘটিত কারণে ১৮ দশমিক ৭০ শতাংশ, ৫ দশমিক ১০ শতাংশ যৌন হয়রানির কারণে আত্মহত্যা করেছে। স্কুলগামী শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে সবচেয়ে বেশি, মোট আত্মহত্যাকারীর ৪৬ দশমিক ৮ শতাংশ। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ১১২ জন এবং ছেলে শিক্ষার্থী ৫৭ জন।
বিডি/এন/এমকে