নবজাতকের যত্নে করণীয়

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৩

নতুন বাবা-মাকে তার সদ্য ভূমিষ্ট শিশুটির যত্ন নিয়ে প্রায়শই বেশ চিন্তিত দেখা যায়। কারণ একটু ভুলভাল যত্নের কারণেই শিশুটি পড়তে পারে মারাত্মক কোনো অসুখে। আর নবজাতক শিশুদের সব কিছুই প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা। চলুন জেনে নিই, নবজাতক শিশুর যত্নে কিছু করণীয়-

 

১/ অনেক অভিভাবকই শিশুর ত্বকের যত্নে প্রচুর পরিমাণে পাউডার বা তেল ব্যবহার করেন। যা ত্বকের জন্য খুব ক্ষতিকর। অতিরিক্ত পাউডার শিশুদের ত্বকের রোমকূপগুলো বন্ধ করে দেয় এতে সাধারণ শারীরিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এর ফলে শিশুর ঘামাচি ও ন্যাপি র্যাশও হতে পারে। আবার তেল যেমন- সরিষার তেল শিশুর ত্বকের জন্য ঠিক নয়। এতে শিশুর এলার্জি ও র‍্যাশ হতে পারে।

 

২/ নবজাতকের সামনে হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুকে কিছুটা ঠান্ডা ও স্বস্তিদায়ক পরিবেশে রাখা উচিত। সব সময় গরম কাপড়ে মুড়িয়ে রাখা উচিত নয়।

 

৩/ কপালে বা পায়ে কোনোরকম কালির ফোঁটা শিশুর ত্বকের জন্য ক্ষতিকর।

 

৪/ শিশু ঘেমে গেলে বারবার শুকনো নরম কাপড় দিয়ে গা মুছে দিন। খেয়াল রাখুন শিশু যেন অতিরিক্ত না ঘামে।

 

৫/ অবশ্যই শিশুকে সুতির নরম ও আরামদায়ক পোশাক পরানো উচিত।

 

৬/ সপ্তাহে ২দিন নরম কামড় দিয়ে শিশুর জিহ্বা পরিষ্কার করুন।


মন্তব্য
জেলার খবর