সাতক্ষীরায় নাগরিক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩

শনিবার ( সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাতক্ষীরায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়আইনের খসড়া অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয়েছে।  একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালটির একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে স্থানীয় সব শ্রেণী ও পেশার মানুষের সম্মেলিত প্রচেষ্টার বিষয়ে আহবান জানানো হয়।

সভায় পৌর এলাকায় পানির বিল বৃদ্ধিসহ বিরাজমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এ সমাধান দাবি করা হয়। এছাড়া  জেলা নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রায়ত  এড. আব্দুর রহিমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, এড. আজাহারুল ইসলাম,  জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিশ আলী, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি আনোয়ার জাহিদ তপন, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, উন্নয়ন কর্মী এড. মুনির উদ্দীন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

 

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর