জানমালের ক্ষতি করলে ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৩

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের জানমাল বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে ব্যবস্থা নেবে পুলিশ। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর তারা।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বগুড়ায় অত্যাধুনিক শপিং সেন্টার পুলিশ প্লাজার (কনকর্ড) আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইজিপি।

আইজিপি বলেন, বর্তমানে পুলিশের দায়িত্ব পালনে সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে পুলিশ।

পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পুলিশের সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। ৩০ বছর আগে সংঘটিত সূত্রবিহীন অপরাধের বেশিরভাগ ক্ষেত্রে রহস্য উদঘাটন দুরূহ ব্যাপার ছিল। কিন্তু এখন যে কোনো অপরাধের রহস্য দ্রুত উদঘাটন করা যাচ্ছে। কারণ যথেষ্ট লজিস্টিক ইকুইপমেন্ট দেওয়া হয়েছে পুলিশকে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর