মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন ২য় দফায় গড়াল

রবি
১০ সেপ্টেম্বর ২০২৩

৯ সেপ্টেম্বর অনুষ্টিত মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। ফরে নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডে। নিয়ম অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরে রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

ভোটের প্রাথমিক ফলাফল গণনা শেষে জানা যায়, ক্ষমতাসীন এমডিপির প্রেসিডেন্ট মো. সলিহর থেকে প্রধান বিরোধী দল পিপিএম-পিএনসি জোটের প্রার্থী মুহাম্মদ মুইজ্জু ৭ শতাংশ ভোট বেশি পেয়েছেন।

 

নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয়ী হতে একজন প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে বলে আগেই জানানো হয়েছিল। কিন্তু ভোট গণনায় দেখা যায়, এদিন প্রধান দুটি রাজনৈতিক দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও আট প্রার্থীর মধ্যে কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। আর এতেই প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডে। আগামী ৩০ সেপ্টেম্বরে একটি রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

 

দেশটির নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে বলে অভিযোগ তোলে বিরোধী দলগুলো। তবে এসব অভিযোগ আমলে নেয়নি দেশটির নির্বাচন কমিশন।

 

 

আরআই

 

 


মন্তব্য
জেলার খবর