উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার আঘাত হানা এ ভূমিকম্পে দেশটির অসংখ্য অবকাঠামো ধসে পড়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে
অজস্র মানুষ। এসব আশ্রয়হীন লোকদের জন্য নিজের হোটেল খুয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহর মারাক্কেশে হোটেল পেস্তানা সিআর সেভেন নামে ৪
তলা একটি হোটেল রয়েছে রোনালদোর। ভূমিকম্পের পর আশ্রয়প্রার্থী মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র
হিসেবে খুলে দেওয়া হয়েছে এ হোটেলটি। খবর মার্কার। বর্তমানে বিলাসবহুল এই হোটেলটি ঘর
হারানো অসহায় মানুষদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠছে।
মারাক্কেশ মরক্কোর চতুর্থ বৃহত্তম শহর। পর্যটনকেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে
এর খ্যাতি। রোনালদোর হোটেলটি মারাক্কেশের পুরনো শহরের এম অ্যাভেনিউতে অবস্থিত। মরক্কান
নির্মাণশৈলিতে নির্মিত ১৭৪ কক্ষ বিশিষ্ট এ হোটেলটি সাধারণত পর্যটকদের আস্তানা হলেও
এ মুহূর্তে সেটিকে আশ্রয়কেন্দ্রের রূপ দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা
করা হয়েছে।
এদিকে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“আমাদের দেশের মানুষ কঠিন সময় পার করছে। এটাই একে অন্যকে সাহায্য করার উপযুক্ত সময়
যেন যতটা পারা যায় জীবন বাঁচানো সম্ভব হয়। যারা জীবন হারিয়েছে তাদের জন্য আমার হৃদয়
নিংড়ানো শোক।”
আরআই