সামান্য বৃদ্ধি পেতে পারে রাত ও দিনের তাপমাত্রা। সেই সঙ্গে কিছুটা কমতে পারে শীতের চলমান তীব্রতাও। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে- হালকা থেকে মাঝারি ধরণের। আর আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া সম্পর্কে সোমবার গণমাধ্যমকে এমন তথ্য দিয়েছে সংশ্লিষ্টরা।
সূত্রানুযায়ী- দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্য বইছে এখন। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়- ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার মাপকাঠিতে বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১২ দশমিক ৭, চট্টগ্রামে ১৪ দশমিক ৭, সিলেটে ১৩ দশমিক ২, রাজশাহীতে ১১ দশমিক ৪, রংপুরে ১১ দশমিক ৮, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এমকে