সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান হাকিমির

রবি
১০ সেপ্টেম্বর ২০২৩

মরক্কোর মধ্যাঞ্চলীয় পর্যটন শহর মারাক্কাশে ভয়াবহ আঘাতে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটি। এ ঘটনায় আহত হয়েছেন অসংখ্য, যাদের জীবন বাঁচাতে দরকার অনেক রক্ত। নিজে রক্তদান করে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহ যুগিয়েছেন পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) রক্তদান করে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন তিনি। ছবি শেয়ার করে হাকিমি লেখেন, “মানুষের সংকট মুহূর্তে রক্তদানকে অগ্রাধিকার দিতে হবে। রক্তদান প্রত্যেকের জন্য দায়িত্ব। এতে করে আমরা আরো বেশি জীবন বাঁচাতে পারব।”

 

মরক্কোর ভূমিকম্পে আশ্রয়হীন মানুষদের জন্য এগিয়ে এসেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। মারাক্কাশ শহরে তার মালিকানাধীন হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’ আশ্রয়প্রার্থীদের জন্য খুলে দিয়েছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর