উপজেলা প্রশাসনের পর নাটোরের গুরুদাসপুরে নবজাতকসহ সদ্য মা হওয়া ১১ বয়সী স্কুলছাত্রীর পাশে দাঁড়িয়েছে র্যাব। রোববার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে বাসায় এসে ওই শিশুর দাদির হাতে নগদ অর্থ ও খাবার তুলে দিয়েছে র্যাবের একটি টিম।
প্রতিবেশী দাদার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছিল চতুর্থ শ্রেনী পড়ুয়া ওই শিশু। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে। এদিকে সম্প্রতি উপজেলা প্রশাসনের সহায়তা ও সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সফল সিজারিয়ান অস্ত্রোপ্রচার হয়।
র্যাব-৫ সুত্র জানায়, র্যাব নারী কল্যাণ সমিতি রাজশাহী অঞ্চলের উদ্যোগে মানবিক সহায়তা হিসাবে ওই ছাত্রীর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা, ৫০ কেজি চাল, নবজাতকের খাদ্যসামগ্রী পরিবারের কাছে হস্তান্তর করে হয়েছে।
এ সময় র্যাব-৫ রাজশাহী অঞ্চলের অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান, ডিএডি সাইফুল ইসলাম,সহকারী কমান্ডার নুরুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী রোকসানা আক্তার,কাউন্সিলর নজরুল ইসলাম,সাবেক কাউন্সিলর আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার সদ্য মা হওয়া স্কুলছাত্রী ও তার স্বজনদের সাথে কথা বলেন। নবজাতক ও প্রসুতী মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পরিবারকে আশ্বস্ত করে বলেন, অভিযুক্ত ওই দাদার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বদ্ধপরিকর। সমাজ এ ঘটনার দায় এড়াতে পারে না। সমাজের বিত্তবানদের এ অসহায় পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায় বলেন,মা ও নবজাতক সন্তান নিস্পাপ। এদের কোন দোষ নেই। অভিযুক্ত গ্রেফতার হয়েছে আইনের মাধ্যমে তার বিচারও শুরু হয়েছে। মা ও নবজাতককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। আগামীতে এ সহায়তা অব্যাহত থাকবে।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে