সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের
ফাঁকে এক বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য জানিয়েছে।
যুবরাজ মোহাম্মদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফর করার আগ্রহ প্রকাশ
করেছে বলেও জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তাদের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সাম্প্রতিক
বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা
করেছেন যুবরাজ মোহাম্মদ।
মোহাম্মদ বিন সালমান বলেন, সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ
ও সৌদি আরব একসাথে কাজ করবে।
আরআই