এ বছরের ডিসেম্বরেই নির্বাচন দিতে চায় সরকার। দ্বাদশ জাতীয় এ সংসদ নির্বাচনকে
সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে প্রবাসে বসবাসরত
বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিতে নির্বাচন কমিশন
(ইসি) ১৬টি দেশে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।
রোববার এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আনিসুল হক বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণের প্রবাসেই ভোটার নিবন্ধন
ও জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সংযুক্ত আরব আমিরাতে
২০২৩ সালের ৩১ মে থেকে
আবুধাবি দূতাবাসে ও একই বছরের ১২ জুন দুবাই কনস্যুলেটে পরীক্ষামূলকভাবে
নিবন্ধন কার্যক্রম শুরু করে।
ভোটারদের নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক গ্রহণ, ডকুমেন্ট সংযুক্তকরণ পরবর্তী
বাংলাদেশের স্থানীয় ঠিকানায় ভোটারদের প্রদত্ত তথ্যাদি রেজিস্ট্রেশন অফিসার (সংশ্লিষ্ট
উপজেলা/থানা নির্বাচন অফিসার) কর্তৃক সরেজমিনে তদন্ত করার পরে, যোগ্য ভোটারদের এআফআইএস
(অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম) ম্যাচিং সম্পন্ন করা হচ্ছে। অদ্যাবধি
৩৩৬ জন প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করা হয়েছে। এ পর্যন্ত চার
হাজার ৩৫৭ জন প্রবাসী ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং তদন্ত পরবর্তী এক
হাজার ৫৫৯ জন যোগ্য ভোটারের জাতীয় পরিচয়পত্র প্রক্রিয়াধীন।
আইনমন্ত্রী বলেন, এছাড়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে ১৫টি দেশের নিবন্ধন
কার্যক্রম শুরুর প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে যুক্তরাজ্য,
সৌদি আরব ও ইতালির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।
আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরব এবং ৯ অক্টোবর থেকে যুক্তরাজ্যে বসবাসরত
প্রবাসী বাংলাদেশীদের নিবন্ধনের উদ্দেশ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ
হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ দূতাবাস, রিয়াদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় সাধন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি
প্রদানকৃত তিনটি দেশের সাথে কুয়েত, কাতার ও মালয়েশিয়ার ভোটার নিবন্ধন শুরুর প্রস্তাব
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এ দেশের সম্মতি এখনও পাওয়া যায়নি বলে
জানান আইনমন্ত্রী।
আরআই