প্রতীক্ষিত গ্যাস পাচ্ছেন সৈয়দপুরবাসী

নীলফামারী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩

বগুড়া থেকে পাইপলাইনে গ্যাস এসে পৌঁছেছে সৈয়দপুরে। এর মাধ্যমে সৈয়দপুরসহ দেশের উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষীত পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ পূরণ হতে চলেছে।

বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস দ্বারা টেস্টিং অ্যান্ড প্রি-কমিশনিং পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন শেষে শনিবার ( সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে গ্যাস আসে সৈয়দপুরে।

এদিকে এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, জিডিসিএল' মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, মহাব্যবস্থাপক প্রকৌশলী জহির উদ্দিন, মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির প্রকল্প পরিচালক প্রকৌশলী খোন্দকার আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে রংপুর সফরকালে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে একনেক সভায় বগুড়া-রংপুর-সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি খনিজসম্পদ বিভাগের আওতাধীন গ্যাস কোম্পানি লিমিটেড (জিটিসিএল) প্রকল্প বাস্তবায়ন করে। বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন কাজ শেষ করা হয়। গ্যাস সরবরাহের জন্য রংপুর, পীরগঞ্জ   সৈয়দপুরে তিনটি  স্টেশন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে  সৈয়দপুরে ১০০ মিলিয়ন, রংপুরে ৫০ মিলিয়ন এবং পীরগঞ্জে ২০ মিলিয়ন ক্ষমতাসম্পন্ন স্টেশন রয়েছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক বলেন, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এখন তাদের সার্বিক কার্যক্রম শেষে অঞ্চলের শিল্প-কলকারাখানাগুলোতে চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ করতে পারবে। 

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর