২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩

দীর্ঘ বিশ বছর আত্মগোপনে থাকার পরও সাজার হাত থেকে রেহাই মিললো না  মুকুল গাজী (৪৫)’র। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে  যশোর জেলার শার্শা উপজেলার  বাগআচড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেন আদালত। সে সাতক্ষীরা জেলার  আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে।

সাতক্ষীরা র‌্যাব - কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার  ( এস পি) নাজমুল হক জানান, বাবু দাসের সঙ্গে মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০০ সালের জুন মাসে বাবু দাসকে হত্যা করা হয়, বাড়ির পাশে বাশঁবাগানে তার লাশ পাওয়া যায়। ঘটনায় বাবু দাসের বাবা মুকুল গাজীকে আসামি করে কালিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার বিচারকার্য শেষে আদালত মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও বছর সাজার আদেশ দেন। এরপর থেকে সে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত। পরবর্তীতে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর