দু’দিনের সফরে গতকাল সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
ইমানুয়েল ম্যাক্রোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।
বিমানবন্দরে পৌঁছার পর ফরাসি প্রেসিডেন্টকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা
দেওয়া হয় এবং এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সশস্ত্র বাহিনী তাকে গার্ড অব
অনার প্রদান করে এবং ২১ বার তোপধ্বনি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ফরাসি
প্রেসিডেন্টের সাথে মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
১৯৯০ সালের ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ
বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের সফর। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর
কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দ্বিপক্ষীয়
বৈঠক এবং একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের
উপস্থিতিতে দুদেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তারা
যৌথ প্রেস ব্রিফিং করবেন।
আরআই