হৃদয়ের ব্যাটিং ভালো লেগেছে কার্তিকের

রবি
১১ সেপ্টেম্বর ২০২৩

এবারের এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স একেবারেই ভালো ছিল না। এশিয়া কাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। শ্রীলঙ্কার সাথে দু’বার দেখায় একবারও দলটিকে হারাতে পারেনি সাকিবরা। তবে দলে হয়ে শেষ ম্যাচে ভালো করেছেন তাওহীদ হৃদয়। তার ব্যাটেই বাংলাদেশ সম্মানজনক স্কোর দাঁড় করায়।

 

সেই ইনিংস দারুণ লেগেছে ভারতীয় সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকের। তবে ব্যাটিংয়ে হৃদয়ের দুর্বলতাগুলোও ধরিয়ে দিলেন ভারতীয় এ সাবেক ক্রিকেটার।

 

দলকে জেতাতে স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না হৃদয়, যা ছিল তার দুর্বলতা। আর এটাই ধরিয়ে দিয়েছেন কার্তিক। ক্রিকবাজের অনুষ্ঠানে কার্তিক বলেছেন, ‘এটা একটা ভালো ইনিংস ছিল। তবে একটা জায়গায় উন্নতি করার সুযোগ আছে। সে শুরুতে পেসারদের বলে পর্যাপ্ত স্ট্রাইক রোটেট করতে পারছিল না। যদিও পেসাররা ভালো বল করছিল, তবে তার স্ট্রাইক রোটেটের স্কিল ছিল না। যার কারণে তা মুশফিকের উপর চাপ সৃষ্টি করে। ফলস্বরূপ মুশফিক আউট হয়ে যায়।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর