প্রচলিত আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা। সেটি যেন আরো একবার প্রমাণিত হলো।
মাঠের বাইরে ভারত-পাকিস্তানের ভক্তদের যত দ্বন্দ্ব, মাঠে ক্রিকেটারদের মধ্যে ততই যেন
সম্প্রীতি। এটার প্রমাণ আবারও পাওয়া গেল। বাবা হওয়ায় ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাকে
শুভেচ্ছা জানিয়েছেন পাক পেসার শাহিন আফ্রিদি।
রোববার (১০ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে স্থগিত হয়ে রিজার্ভ ডে-তে গড়ায় এশিয়া
কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ। বৃষ্টিতে ম্যাচ স্থগিত হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি
বোলারদের ওপর ঝড় বয়ে দিয়েছিল ভারত। ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান। বৃষ্টির
কারণে রেফারি ম্যাচ স্থগিতের ঘোষণা দিলে পেসার জাসপ্রীত বুমরা বাবা হওয়ায় তাকে অভিনন্দন
জানিয়ে উপহার তুলে দেন আফ্রিদি।
৩ সেপ্টেম্বর পুত্র সন্তানের পিতা হন বুমরা। সেই আনন্দ নিয়ে এশিয়া কাপের
সুপার ফোরে পাকিস্তানের বিপেক্ষ গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। খেলা পুরোটা
না হলেও, এমন দিনে বুমরাকে চমকে দিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি।
বুমরাহকে ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তান
ক্রিকেট টিম। এতে দেখা যায়, শাহিন আফ্রিদি এগিয়ে যাচ্ছেন বুমরার দিকে। বুমরাও এগিয়ে
আসছেন। দুজন মুখোমুখি অবস্থানে এলে বুমরার হাতে একটি উপহার তুলে দেন শাহিন।
আরআই