সৌদিতে এক সপ্তায় ১৬ হাজারের বেশি অভিবাসী আটক

রবি
১১ সেপ্টেম্বর ২০২৩

অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে কঠোর অবস্থানে সৌদি আরব। দেশজুড়ে ব্যপক ধরপাকড় শুরু করেছে। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে ১৬ হাজার ২৫০ অবৈধ অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। এসব অভিবাসীদের বিরুদ্ধে আবাসিক, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 

দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায়, আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৩৪৩ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৪ হাজার ৫৫৫ জন এবং শ্রম আইনে আরও ২ হাজার ৩৫২ জনকে আটক করা হয়েছে।

 

দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তারা বলছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা পান প্রবাসীরা।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। তবে কেউ সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকারীকে পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর সাথে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা বা গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর