সুদানে বিমান হামলায় নিহত অন্তত ৪০

রবি
১১ সেপ্টেম্বর ২০২৩

সুদানে বিমান হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল ৭টার দিকে খার্তুমের দক্ষিণাঞ্চলীয় কুরো বাজার এলাকায় এ হামলার ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 


আল-জাজিরা জানায়, আকাশ থেকে ছোঁড়া বোমা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে সুদানের গণতন্ত্রপন্থি সংগঠন রেজিস্ট্যান্ট কমিটি। যুদ্ধ শুরুর আগে তারা সুদানে গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয় ছিল। এখন তারা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছেন।

 

সংগঠনটি জানিয়েছে, বিকেল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর